Digital Dictionaries of South Asia
Bangala Bhashara Abhidhana
Search for headword: সাত
35 results Highlight Bangla and press "t" to transliterate.

   1) সাত হাটের কাণা-কড়ি sāta hāṭera kāṇā-kaṛi (p. 414)

সাত হাটের কাণা-ক̑ড়ি sāta, hāṭera, kāṇā-kaṛi -যে কড়ি হাটে হাটে বিনিময় বা হস্তান্তর-জনিত ক্ষয়- প্রাপ্ত সুতরাং ছিদ্রযুক্ত হইয়াছে। 2 (সাদৃশ্য হ'তে) যে অনেক ঘুরিয়াছে ও অনেক দেখিয়াছে।

   2) সাত, সাথ sāta, sātha (p. 2041)

সাত1, সাথ sāta, sātha [সং-সহিত > সাথ, সাত] ক্রি·বিণ, সহিত। "বনের হরিণী থাকে কিরাতের সাতে"-চণ্ডি◦।

   3) সাত sāta (p. 2041)

সাত sāta 2 [সাত (সুখী হওয়া) + অ (ভা◦)] বি, সুখ; শর্ম্ম। 2 মঙ্গল। 3 হর্ষ।

   4) সাত sāta (p. 2041)

সাত sāta 3 [সং·সপ্তন্ > প্রাকৃ◦ সত্ত >] বি, 7 এই সংখ্যা। 2 [প্রা◦ বাং] সপ্তদ্বার। "সাত দিয়া সাতজনা গর্জ্জিয়া সোঙ্গাইল।"- মাণিক◦ গান। 3 বিণ, সাত সংখ্যক। 4 বহু; নানা। ̃ক̑ড়ি-বি, সাতকড়া কড়ি লইয়া বিক্রীত মৃতবৎসার সন্তানের নাম। এইরূপ তিনকড়ি, পাঁচকড়ি, নকড়ি ই◦। ̃ক̆থা শুনান̑-নানা কটুকথা বলা; বহু দোষারোপ বা অনুযোগ করা। ̃ক̆থার এ∽ক ক̆থা -নানা কথার মধ্যে সার বচন; অনেক বাজে কথার মধ্যে একটা কাজের কথা। ̃কাণ্ড [রামায়ণের সাতকাণ্ড >] বৃহৎ ব্যাপার। ̃খুন মাপ [সাত দ্রঃ] সাতজনকে হত্যা করিয়াও দণ্ড হতে অব্যাহতি। ইহা হত্যা- কারীর প্রতি অথবা স্নেহ বা তার ধনবত্তা, ক্ষমতা, লোকরঞ্জকতা ই◦·র ফল। ̃গাঁইয়া [সপ্তগ্রাম (বাঙ্গালার প্রসিদ্ধ হিন্দুপ্রধান গণ্ডগ্রামবিঃ। এ গ্রামের লোকেরা বিলক্ষণ চতুর বলিয়া প্রসিদ্ধ) > সাতগাঁ + ইয়া। গ্রা◦ ̃গেঁয়ে] বিণ, সপ্তগ্রামী; সপ্তগ্রামবাসী। ̃গেঁয়ের কাছে মাম্দো বাজী-মামুদা দ্রঃ। ̃ঘাটের জ̆ল খাওয়ান̑-বালী লেজে বাঁধিয়া রাবণকে যেমন সাত সমুদ্রের জল খাওয়াইয়া- ছিল তদ্রূপ নাকালের একশেষ করা। ̃চ̆ড়ে রা বেরোয় না-প্রহারের উপর প্রহারেও মুখ বুজিয়া সহ্য করে এমন নিরীহ। ̃দেশ -নানা স্হান। 2 বহুদেশ। ̃ন̆ক̑লে আস̑ল খাস্তা-নকল দ্রঃ। ̃ন̆র-বি, সপ্তলহর হারবিঃ। ক্ষুদ্রার্থে ̃ন̑রী̃ন̆লা -বি, পাখী মারা নলযন্ত্রবিঃ; আঠাকাঠি। "ব্যাধে যথা সাতনলাতে পাখী মারে"-গান। ̃পাঁচ-অ, বহুবিধ; নানাপ্রকার। "শুনি মনে ভাবনা বাড়িল সাতপাঁচ।"-ঘ◦। 2 [এক বার সাত একবার পাঁচ] অগ্র·পশ্চাত্। "আগু পাছু সাত পাঁচ ভেবে করি মানা"-অ◦ ম◦। ̃পুরুষ-বি, পিতা পিতামহ প্রপিতা- মহাদি ক্রমে সপ্তপুরুষ; বংশাবলী। "সাত পুরুষে সভ্য মোরা হলেম গুদামজাত"-হেম◦। সাতভাই চ̆ম্পা-চম্পানান্মী ভগিনীর সাত ভাইয়ের প্রাচীন গল্প। ̃স̑তীনের ঘ̆র-বহু পত্নীর সংসার; বহু হিংসা দ্বেষ ও কলহের স্হান। "নিম তিতো নিশিন্দে তেতো তেতো মাকাল ফল। তার চেয়ে অধিক তেতো বোন, সাত সতীনের ঘর"- প্রবচন। ̃স̆তের̑-অ, নানান্। 2 বি, বহু আয়োজন। ̃স̑রী [মাতে সরী দ্রঃ] সতকণ্ঠী হার। সাতে নাই পাঁচেও নাই- কোন সংস্রবে নাই। সাতসয়ালী- পক্ষিবিঃ the minivet.

   5) সাতই, সাতুই sātai, sātui (p. 2041)

ˋসাত̑ই, ˋসাতুই sātai, sātui [সাত-ই (দিন সংখ্যার্থে)] বি, মাসের সপ্তম দিন।

   6) সাতচল্লিশ sātacalliśa (p. 2041)

সাতচ̑ল্লিশ sātacalliśa [সপ্ত চত্বারিংশৎ গ্রা◦ সাচ্চোল্লিশ] বি, 47; সাত অধিক চল্লিশ। 2 বিণ, 47 সংখ্যক।

   7) সাতত্য sātatya (p. 2041)

সাত̑ত্য sātatya [সতত + য (ভা◦)] বি বিচ্ছেদ· রাহিত্য; অখণ্ডত্ব; অবিচ্ছেদ।

   8) সাতন্ত্র্য sātantrya (p. 2041)

সাত̆ন্ত্র্য sātantrya [সতন্ত্র + য (ভা◦)] বি, স্বেচ্ছা- চারিত্ব।

   9) সাতবাহন sātabāhana (p. 2041)

সাতবাহ̆ন sātabāhana [সাত (সিংহরূপী গন্ধর্ব্ব) হইয়াছে বাহন যার, বহু◦] বি, শালিবাহন রাজা; ইনি শৈশবকালে এই গন্ধর্ব্বকে বাহন করিয়া ভ্রমণ করিতেন।

   10) সাতভাইয়া, সাতভেয়ে sātabhāiẏā, sātabheẏe (p. 2041)

সাতভাইয়া, সাতভেয়ে sātabhāiẏā, sātabheẏe -বি, ছাতারিয়া পাখী; ছাতার দ্রঃ। 2 সপ্ত- তারাযুক্ত কৃত্তিকা নক্ষত্র (অম্ব, দুলা, নিতত্বী, অভ্রযন্তী, মেঘষন্তী, বর্ষযন্তী, চুপুন্নীকা এই সাতটি তারা)। 3 সপ্তর্ষি নক্ষত্রমণ্ডল (মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পলহ, ক্রতু, বশিষ্ঠ এই নামের সপ্ততারা ursa-major; the Great Bear.

   11) সাতলা sātalā (p. 2041)

সাতলা sātalā [সাত নলা ক্ষে◦] বি, পাখী মারা সাত নলা নামক যন্ত্র। "অক্ষটীর ভাস্যা গেল হাতের সাতলা"-ব◦ সা◦ পরিচয়। [অক্ষটী = আখেটিক, ভাস্যা = ভাসিয়া]।

   12) সাতষট্টি sātaṣaṭṭi (p. 2042)

সাতষ̑ট্টি sātaṣaṭṭi [সপ্তষষ্টি >] বিণ, 67 সংখ্যক। 2 বি, ছয়দশ সাত সংখ্যা।

   13) সাতা sātā (p. 2042)

সাতা sātā -বি, তাসখেলার সাত ফোঁটা বা চিহ্নযুক্ত কাগজ।

   14) সাতাইশ sātāiśa (p. 2042)

সাতাইশ sātāiśa -সাতাশ দ্রঃ।

   15) সাতাত্তর sātāttara (p. 2042)

ˋসাতাত্ত̑র sātāttara [সপ্তসপ্ততি >] বিণ, 77 সংখ্যক। 2 সাতদশ সাত সংখ্যা।

   16) সাতান, সাতোয়ান sātāna, sātoẏāna (p. 2042)

সাতান, সাতোয়ান sātāna, sātoẏāna [সা-তুয়ান (সমর্থ)। বিপরীত-নাতোয়ান (দ্রঃ)] বিণ, সমর্থ; সঙ্গতিপন্ন; ধনশালী।

   17) সাতানই, সাতানব্বই sātānai, sātānabbai (p. 2042)

সাতান̑ই, সাতান̑ব্ব̑ই sātānai, sātānabbai [সং-সপ্ত- নবতি] বি, 97 সংখ্যা; সাত অধিক নব্বই। "সাতানই বঁন্দে বিশাই টাঙ্গাইল দড়ি।" -কবিক◦।

   18) সাতান্ন sātānna (p. 2042)

সাতান্ন sātānna [সং-সপ্তপঞ্চাশৎ] বিণ, পাঁচদশ সাত সংখ্যক। 2 বি, 57 সংখ্যা।

   19) সাতাল sātāla (p. 2042)

সাতাল sātāla [সপ্ততাল ভেদ ব্যাপারের ইঙ্গিত] বি, বাহ্বাস্ফোট পূর্ব্বক আঘাত। "সুমেরু পর্ব্বতে যেন করিতে সা◦"-কৃত্তি◦।

   20) সাতাশ, সাতাইশ sātāśa, sātāiśa (p. 2042)

ˋসাতাশ, ˋসাতাইশ sātāśa, sātāiśa [সং-সপ্তবিংশ] বি, সংখ্যাবিঃ; দুইদশ সাত। 2 বিণ, 27 সংখ্যক।

   21) সাতাশি sātāśi (p. 2042)

ˋসাতাশি sātāśi [সপ্তবিংশতি >। ছন্দের অনুরোধে ই যোগ] বি, সাতাশ; 27। গোলান্দাজ নবগ্রহ নক্ষত্র সাতাশি"-অ◦ ম◦।

   22) সাতাশি,-শী sātāśi,-śī (p. 2042)

ˋসাতাশি,-শী sātāśi,-śī [সপ্ত-অশীতি >] বি, সাত অধিক আশী। 2 বিণ, 87 সংখ্যক।

   23) সাতি sāti (p. 2042)

সাতি sāti [সং] বি, শেষ। 2 তীব্র যাতনা। 3 ধ্বংস। 4 দান gift.

   24) সাতিশয় sātiśaẏa (p. 2042)

সাতিশ̆য় sātiśaẏa [স (সহিত) + অতিশয়] বিণ, অত্যন্ত অধিক।

   25) সাতিসার sātisāra (p. 2042)

সাতিসার sātisāra [স (সহিত) + অতিসার (উদরাময় রোগ) যে, বহু◦] বিণ, উদরাময়- বিশিষ্ট; অতিসার রোগাক্রান্ত।

   26) সাতেসরী sātesarī (p. 2042)

সাতেস̑রী sātesarī [প্রা◦ বাং। সপ্ত > সাত -সর (= সার = শ্রেণী) + ঈ (বির্থে◦)। সাতসরি, সাতেসরি (অস◦ রামা◦) ও◦] বিণ, সাত- হালী; সাতনরী; সাতকণ্ঠী। "ছিণ্ডি জলি জাএ কাহ্নাঞিঁ সা◦ হারে।"-শ্রী◦ কী◦।

   27) সাতোয়ান sātoẏāna (p. 2042)

সাতোয়ান sātoẏāna -সাতান দ্রঃ।

   28) সাত্ত্বিক, সাত্বিক sāttbika, sātbika (p. 2042)

সাত্ত্বিক, সাত্বিক sāttbika, sātbika [সত্ত্ব, সত্ব (গুণ দ্রঃ) + ইক] বিণ, সত্ত্বগুণ সম্বন্ধীয়। 2 সত্ত্বগুণ- জাত। 3 সত্য; সত্। 4 সাধু। 5 ফলাকাঙ্ক্ষারহিত; নিঃস্বার্থ। 6 [এই অর্থে সা◦ ভাব] বি, স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, বৈবর্ণ্য, অশ্রু ও প্রলয় (মূর্চ্ছা) এই অষ্টবিধ অন্তঃকরণের ভাববিঃ। 7 ব্রহ্মা। ̃ী-বিণ, সত্ত্বগুণ সম্বন্ধীয়। 2 বি, দুর্গা। ̃দান-বি, ফলাকাঙ্ক্ষারহিত দান। ̃পূজা-বি, ফলকামনারহিত পূজা। ̃পুরাণ-বি, বিষ্ণু, নারদ, ভাগবত, গরুড়, পদ্ম ও বরাহ পুরাণ। ̃ভাব-বি, সাত্ত্বিক 6 দ্রঃ। ̃স্মৃতি-বশিষ্ঠ, হারীত, ব্যাস, পরাশর, ভরদ্বাজ ও কশ্যপ কৃত স্মৃতি।

   29) সাত্ত্বিকাহার sāttbikāhāra (p. 2042)

সাত্ত্বিকাহার sāttbikāhāra [সাত্ত্বিক + আহার] বি, সত্ত্বগুণবর্দ্ধক আহার্য্য। 2 (সাধাঃ) প্রাণী- হিংসাবর্জ্জিত ভোজ্য; নিরামিষ আহার। 3 [ভগবদ্গীতায় 17 অধ্যায়] আয়ুঃ, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবিবর্দ্ধক ও সরস, স্নিগ্ধ, স্হায়ী এবং হৃদ্য আহার।

   30) সাত্যকি sātyaki (p. 2042)

সাত্য̑কি sātyaki [সত্যক (বৃষ্ণিবংশীয় কোন ব্যক্তি) + ই (অপত্যার্থে)] বি, যদুবংশীয় বীরবিঃ; কৃষ্ণের সারথি।

   31) সাত্যবত sātyabata (p. 2042)

সাত্যব̆ত sātyabata [সত্যবতী + অ (অপত্যার্থে)] বি, সত্যবতী নন্দন বেদব্যাস।

   32) সাত্বৎ sātbat (p. 2042)

সাত্বৎ sātbat [সাত্ব-অৎ (সতত গমন করা) + ◦ (ক্বিপ, র্ত্তৃ)] বি, যদুবংশীয় লোক। 2 যাদব- গণের দেশবিঃ। 3 [সাতি (সুখী করান) + বৎ] বি, পূজক।

   33) সাত্বত sātbata (p. 2042)

সাত্বত̆ sātbata [সাত্বৎ + অ] বি, বলদেব। 2 বিষ্ণু। 3 বিষ্ণুভক্তবিঃ। 4 সত্বত্দেশবাসী।

   34) সাত্বতী sātbatī (p. 2042)

সাত্ব̑তী sātbatī [সাত্বত + ঈ (স্ত্রীং)] বি, শিশুপালের জননী। 2 নাটকীয় বৃত্তিবিঃ।

   35) সাত্বিক sātbika (p. 2042)

সাত্বিক sātbika -সাত্ত্বিক দ্রঃ।